মদের নেশা ছাড়াতে রিহ্যাবে কুকুর
 প্রকাশিত: 
 ৯ এপ্রিল ২০২৩ ১২:৫৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৫১
 
                                রোজ রাতে এক পেগ মদ লাগবেই! গত কয়েকমাস ধরে এটাই ছিল নিউ জিল্যান্ডের এক কুকুরের রুটিন। আর তাতেই ঘটে বিপত্তি। ক্রমশই মদে আসক্ত পড়ে দু'বছরের কুকুর ল্যাবরেডর।
বর্তমানে সে একটি অ্যানিমাল রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন। নেশা মুক্তির প্রক্রিয়া চলছে কুকুরটির। পশু চিকিৎসকরা বলছেন, এই ধরণের ঘটনা নজিরবিহীন।
গণমাধ্যম সূত্রে জানা যায়, নিউ জিল্যান্ডের ডেভন শহরের উডসাইড অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ল্যাবরেডর।
জানা যায়, মালিক রোজ মদ খাওয়ার পর কিছুটা করে ফেলে রাখতেন গ্লাসে। কৌতুহল বশত সেই ফেলে রাখা মদ একদিন চেখে দেখে কুকুরটি। তারপর থেকে প্রতিদিন কুকুরটি অপেক্ষা করত কখন তার মালিক মদের গ্লাস ফেলে ঘুমোতে যাবে। এভাবেই চলতে থাকে মাসের পর মাস। ক্রমশই মদের নেশা ধরে যায় এই ল্যাবরেডরের।
এরপর একদিন আচমকাই মৃত্যু হয় কুকুরটি মালিকের। তারপর কুকুরটিকে অ্যানিম্যাল রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। মদ্যপানে আসক্ত দেখে প্রথমে কিছুটা তাজ্জব বনে গেলেও পরে কুকুরটির নেশা মুক্তির প্রক্রিয়া শুরু করেন তারা। গত চার সপ্তাহেরও বেশি সময় ধরে রিহ্যাবে রয়েছে সে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: