হাই হিল পরে দৌড়ে বিশ্ব রেকর্ড স্প্যানিশ যুবকের
 প্রকাশিত: 
 ২৫ জুন ২০২৩ ২০:৪০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৫৯
 
                                হাই হিল পরে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন না নারীরাই। তবে এই জুতা পরে ‘সবচেয়ে বেশি সময় দৌড় দেওয়ার’ নতুন বিশ্বরেকর্ড গড়েছেন স্পেনের এক যুবক।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী ক্রিস্টিয়ান রবার্তো লোপেজ হাই হিল পরে ১০০ মিটার পর্যন্ত দৌড়ে গেছেন। এমনকি সবচেয়ে কম সময়ের মধ্যে উঁচু জুতা পরে এতটা পথ দৌড়েছেন তিনি।
ক্রিস্টিয়ান রবার্তো ১০০ মিটার দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১২ দশমিক ৮২ সেকেন্ড। এর মাধ্যমে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি। এর আগে এ রেকর্ডের মালিক ছিলেন জার্মানির আন্দ্রে ওরতফ। তিনি হাই হিল পরে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন ১৪ দশমিক ০২ সেকেন্ডে।
বিশ্বে সবচেয়ে কম সময়ের মধ্যে ১০০ মিটার দৌড় দেওয়ার রেকর্ডটির মালিক হলেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। ২০০৯ সালে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশীপে মাত্র ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছিলেন তিনি।
স্পেনের ক্রিস্টিয়ান বোল্টের চেয়ে মাত্র ৩ দশমিক ২৪ সেকেন্ড কম সময় নিয়ে, তাও আবার হাই হিল পরে ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছেন।
এই দৌড় দেওয়ার সময় কোনো ধরনের অসুবিধার মুখোমুখি হননি ক্রিস্টিয়ান। এমনকি দৌড় শেষ হওয়ার পর পড়েও যাননি।
ক্রিস্টিয়ান শুধুমাত্র এই রেকর্ডেরই মালিক নন। তার দখলে ১০০ মিটারের আরও কয়েকটি রেকর্ড রয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: