কুকুর নিয়ে হাঁটতে বেড়িয়ে কুমিরের পেটে নারী
প্রকাশিত:
৫ জুলাই ২০২৩ ২১:১৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:০৯

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে কুমিরের আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি তার কুকুর নিয়ে হাঁটতে বেড়িয়ে কুমিরের আক্রমণের শিকার হন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে হিল্টন হেড আইল্যান্ডে এই ঘটনা ঘটে। মৃত ওই নারীর বয়স ছিল ৬৯ বছর।
ফক্স নিউজের খবরে বলা হয়, প্রাথমিকভাবে ওই নারী নিখোঁজ বলে পুলিশে রিপোর্ট করা হয়। পরে পুলিশ অনুসন্ধানের পর তার মরদেহের সন্ধান পায়। শেরিফের অফিস থেকে জানানো হয় যে, মরদেহ উদ্ধার করার সময় একটি কুমির এসে বারবার বাধা দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত নিরাপদে কুমিরটিকে সরিয়ে দেয়া গেছে এবং মরদেহ ফিরিয়ে আনা গেছে।
কুমিরের আক্রমণের স্পষ্ট প্রমাণ থাকলেও আরও তদন্তের স্বার্থে ময়নাতদন্ত করা হবে ভিক্টিমের মরদেহ। আপাতত ধারণা করা হচ্ছে, নিজের কুকুর নিয়ে হাঁটতে বেড়িয়েই কুমিরের শিকারে পরিণত হয়েছেন ওই বৃদ্ধা। তবে ওই কুকুর নিরাপদ রয়েছে। সাউথ ক্যারোলাইনার প্রাকৃতিক সম্পদ দপ্তর থেকে জানানো হয়েছে, হত্যাকারী কুমিরটি প্রায় ১০ ফুট লম্বা ছিল।
গত বছরও এক ৮৮ বছরের বৃদ্ধ কুমিরের শিকার হয়েছিল এই একই শহরে।
আপনার মূল্যবান মতামত দিন: