বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


বাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২১ ২১:৩০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৫

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় ২৫ কেজি ওজনের বিশালাকৃতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রাতেই বনে অবমুক্ত করা হয় অজগরটিকে। এনিয়ে গত ১ বছরে কমপক্ষে ৭০টি অজগর বনে অবমুক্ত করা হলো

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘের থেকে সাপটি উদ্ধার করা হয়।

পুর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ জয়নাল আদেবদীন জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের সরোয়ার মোল্লার মাছের ঘেরের জালে একটি অজগর সাপ আটকা পড়ে। পরে স্থানীয় বন সুরক্ষা বিষয়ক সিপিজি ও টাইগার টীমের সদস্যরা অজগরটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। পরে শরণখোলা স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটি ১৫ ফুট লম্বা, ২৫ কেজি ওজন।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top