৭ তলা থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল তরুণী
প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ১৯:৫৫
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:৪১

সাততলা ভবন থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেছেন টমিনি রিড নামে ২০ বছর বয়সী এক তরুণী। তবে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি এই তরুণী জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
সোমবার রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ ঘটনা ঘটে। নিউজ আউটলেটের প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করে এনডিটিভি।
খবরে বলা হয়, ওই তরুণী মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে বেঁচে থাকার লড়াই করছেন।
টমিনি রিডের পরিবার জানায়, হাসপাতালের কর্মীরা তার বেঁচে থাকাকে অলৌকিক হিসেবে বর্ণনা করছেন। তার বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়েছে।
এদিকে রিডের বাবা ব্র্যাড দুর্ঘটনার এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে জানিয়েছেন, তার জীবন রক্ষায় অস্ত্রোপচার করা হয়েছে। তাকে ফিরে পাওয়া অলৌকিক। তবে তার সামনে এখনো বড় লড়াই আছে। সে মানসিকভাবে এখনো শক্তিশালী। সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত।
অপরদিকে এ ঘটনার পর রিডের খালা কার্স্টিন স্মল, সেই পরিবারটিকে ৫০ হাজার ডলার সহায়তায় একটি ফান্ড খুলেছেন৷ ইতোমধ্যে তা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: