আশ্রয়কেন্দ্রে জন্ম নিল শিশু
প্রকাশিত:
২৭ মে ২০২১ ১৮:৫৭
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:০১

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চান্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এক ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দিলেন প্রসূতি সানজিদা বেগম। ওই নবজাতকের নাম রাখা হয়েছে বেল্লাল হোসেন।
বুধবার (২৭ মে) সকাল ১০টার দিকে আশ্রয়কেন্দ্রেই তিনি ছেলেসন্তানের জন্ম দেন। প্রসূতি সানজিদা বেগম উপজেলার চরচান্দুপাড়া গ্রামের নুর আলম শরীফের স্ত্রী।
প্রসূতির স্বামী নুর আলম শরীফ বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তিন দিন ধরে জোয়ারের পানি গ্রামে ঢুকছে। বাড়িঘরসহ পুরো গ্রাম পানিতে ভাসছে। এ কারণে গর্ভবতী স্ত্রীকে নিয়ে তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।
সকালে আশ্রয়কেন্দ্রে সানজিদার হঠাৎ প্রসবব্যথা ওঠে। কী করব বুঝতে পারছিলাম না। তবে তার এ অবস্থা দেখে আশ্রয়কেন্দ্রের অন্য নারীরা সহায়তা করেন। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকেও খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সানজিদা ছেলের জন্ম দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানান, সকাল ১০টার দিকে ওই প্রসূতি এক ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু সুস্থ আছে।
আপনার মূল্যবান মতামত দিন: