বুধবার, ৩রা জুলাই ২০২৪, ১৮ই আষাঢ় ১৪৩১


নষ্ট কিডনি রেখে রোগীর ভালো কিডনি অপসারণ, হাসপাতালের নিবন্ধন বাতিল


প্রকাশিত:
২৯ মে ২০২৪ ১১:২৯

আপডেট:
৩ জুলাই ২০২৪ ০১:৩৬

ফাইল ছবি

কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এক রোগী। সেখানে তার নষ্ট কিডনিটা অপসারণের কথা ছিল। কিন্তু চিকিৎসক কেটে বাদ দিলেন ভালো ও কার্যকরী কিডনি।

এই ঘটনায় ওই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে।

বুধবার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের একজন ডাক্তার হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর অকার্যকর কিডনি রেখে দিয়ে ভালো কিডনি অপসারণ করার ঘটনায় রাজ্যটির সরকার মঙ্গলবার ওই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করেছে।

এছাড়া অভিযুক্ত ওই হাসপাতালটির বিরুদ্ধে শাস্তিমূলক এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

রাজস্থানের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব শুভ্র সিং বলেছেন, ঝুনঝুনুর ধনকর হাসপাতালে ডান কিডনির পরিবর্তে একজন নারী রোগীর বাম কিডনি অপসারণের গুরুতর ঘটনা প্রকাশ্যে এসেছে।

তিনি বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগ হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। হাসপাতালের ক্লিনিকাল প্রতিষ্ঠানের নিবন্ধন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।’

শুভ্র সিং আরও বলেন, ‘রাজস্থান সরকারের বিভিন্ন স্বাস্থ্য পরিকল্পনার তালিকা থেকে ওই হাসপাতালের নাম বাতিল করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, হাসপাতালটি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top