পদ্মায় ধরা পড়ল আট কেজি ওজনের কাতল
 প্রকাশিত: 
 ৩১ মে ২০২১ ১৫:৪৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩২
 
                                রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে আট কেজি ওজনের এক বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।
সোমবার (৩১ মে) ভোরে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটের অদূরে সাহাদাত মেম্বারপাড়া এলাকার কয়েকশ গজ দূর থেকে এক জেলে মাছটি ধরেন। কাতল মাছটি বিক্রি হয়েছে ৪ হাজার ৮০০ টাকায়।
জানা যায়, প্রতিদিনের মতো রোববার (৩০ মে) রাতে কয়েকজন সহযোগী নিয়ে পদ্মায় মাছ শিকার করতে যায় ওই জেলে। সোমবার ভোরের দিকে জাল জোরে একটা টান দিলে বোঝা যায় জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই বড় আকৃতির কাতল মাছটি চোখে পড়ে।
পরে সোমবার সকালের দিকে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের সোহেল সেখের আড়তে তোলা হয়। মাছ ব্যবসায়ী সোহেল সেখ কাতল মাছটি ৬০০ টাকা কেজিতে কিনে নেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী সোহেল সেখ বলেন, ওই জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজিদরে চার হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নিই। এখন ৯০০ টাকা কেজিদরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করব বলে জানান তিনি।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: