বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার
 প্রকাশিত: 
 ৩১ মে ২০২১ ১৭:৪৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৩
 
                                বাগেরহাটের মোংলায় একটি বসতবাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ মে) সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়। তবে ওই সাপটি খোপের পাঁচটি হাঁস ও দুটি মুরগি মেরে ফেলেছে বলে জানা গেছে।
বনবিভাগের মোংলার চাঁদপাই রেঞ্জের বনরক্ষী মো. মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. রাসেল হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে অজগরটি দেখে স্থানীয়রা বনবিভাগের সদস্যদের খবর দেয়। পরে সাপটি উদ্ধার করা হয়।
ইয়াসের জলোচ্ছ্বাসে সাপটি সুন্দরবন থেকে ভেসে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত অজগরটির ওজন ১২ কেজি, লম্বা ৯ ফুট। সাপটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: