করোনায় সিংহীর মৃত্যু
প্রকাশিত:
৫ জুন ২০২১ ২০:১৪
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:০৩

ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের একটি চিড়িয়াখানায় ‘নীলা’ নামে এক সিংহী করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (০৩ জুন) মারা গেছে। চিড়িয়াখানাটিতে নীলা ছাড়াও আরও আটটি সিংহের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ নীলা মারা যায়। মারা যাওয়ার আগে প্রাণীটির মধ্যে করোনার গুরুতর কোনো লক্ষণ ছিল না। শুধু নাক থেকে পানি ঝরতে দেখা গেছে। দ্রুত করোনা পরীক্ষা করে চিকিৎসা শুরু করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নীলাকে। দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য নীলার শরীর থেকে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছে।
গত সপ্তাহে কয়েকটি সিংহের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। নাক থেকে পানি ঝরা, কফ ও স্বাদ হারানোর কারণে খেতে না চাওয়া সহ একাধিক লক্ষণ দেখা গেছে এখানকার সিংহের শরীরে। এ কারণে করোনা পরীক্ষার জন্য নীলাসহ ১১ সিংহের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিসেসে (এনআইএইচএসএডি) পাঠানো ৯ সিংহ–সিংহীর করোনা পজিটিভ ফল আসে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
করোনা শনাক্ত হওয়া সিংহদের চিড়িয়াখানার ভেতরেই পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান চিড়িয়াখানাটির একজন কর্মকর্তা। তিনি বলেন, তামিলনাড়ু ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি এ বিষয়ে সমন্বয় করে কাজ করছে। পরে আরও একটি সিংহ ও চিড়িয়াখানায় থাকা সব বাঘের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক সময় করোনার পরীক্ষার ফল ভুল আসে। এ কারণে দ্বিতীয়বার পরীক্ষার জন্য নীলার নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে চূড়ান্তভাবে বলা যাবে, নীলার মৃত্যু করোনায় হয়েছে নাকি অন্য কোনো কারণে।
এর আগে ভারতের হায়দ্রাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্কের (এনজেডপি) ৮টি এশিয়াটিক সিংহ করোনায় আক্রান্ত হয়।
সূত্র: এনডিটিভি।
আপনার মূল্যবান মতামত দিন: