শুরুর জীবনে ছিলেন পরিচ্ছন্নতাকর্মী, সেখান থেকে হয়েছেন পাইলট
 প্রকাশিত: 
 ৫ মার্চ ২০২৫ ১১:০৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫৫
 
                                চাকরির জীবনের শুরুতে বিমানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন। এরপর ধীরে ধীরে গ্রাউন্ড স্টাফ হিসেবে প্রমোশন পান। সেখান থেকে কেবিন ক্রুও হন। তবে সবাইকে চমকে দিয়ে এক সময় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করা মোহাম্মদ আবু বকর পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর বিমান চালানোর দায়িত্ব পান তিনি। এই ঘটনাটি ঘটে ২০১৮ সালে। তবে বিষয়টি আবারও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুক, এক্সসহ বিভিন্ন জায়গায় মোহাম্মদ আবু বকরের সেই সাফল্যের গল্পটি ঘুরে বেড়াচ্ছে।
নাইজেরিয়ার অভ্যন্তরীণ বিমান সংস্থা আজমানএয়ার ২০১৮ সালের ৩১ জুলাই এক্সে এক পোস্টে আবু বকরের পাইলট হওয়ার ব্যাপারটি জানায়। ওই সময় বিষয়টি প্রথম ভাইরাল হয়। ওই পোস্টে তারা বলে,“২৪ বছর আগে বিমান শিল্পে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগদান করেন তিনি। আজ তিনি ক্যাপ্টেন হতে চতুর্থ বার গ্রহণ করছেন। এয়ারআজমানের সবার পক্ষ থেকে আবু বকরকে শুভেচ্ছা জানাই আমরা।”
আবু বকর আজমানএয়ারেই কাজ করেছেন। তিনি পরিচ্ছন্নতাকর্মী থেকে ধীরে ধীরে যখন গ্রাউন্ড স্টাফ এবং কেবিন ক্রু হিসেবে কাজ করার সুযোগ পান তখন থেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। সেই স্বপ্ন পূরণে জমাতে থাকেন অর্থ। এরপর কানাডা থেকে বেসরকারি পাইলটের কোর্স করে সেখান থেকে লাইসেন্স নেন তিনি। যদিও তার এই পথটি সহজ ছিল না। কিন্তু সব বাধা পার করে চতুর্থ বার অর্জন করে তিনি বিমানের ক্যাপ্টেন হওয়ার গৌরব অর্জন করেন।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: