বিয়ের ১৮ বছর পর একসাথে তিন পুত্র সন্তানের জন্ম
 প্রকাশিত: 
 ৮ মার্চ ২০২৫ ১০:৫০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫৫
 
                                খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের গুরুদাস সরকারের (৪৫) স্ত্রী কাকলি সরকার (৩৭) দীর্ঘ ১৮ বছর পর একসাথে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন তিনি।
পরিবারের সূত্রে জানা যায়, কাকলি সরকারকে ৭ মার্চ খুলনা মেডিকেল কলেজের গাইনী বিভাগে ভর্তি করা হয়। রাত ১টায় সিজারের মাধ্যমে একে একে তিনটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়।
খুমেক হাসপাতালের গাইনী বিভাগ থেকে জানা যায়, সিজারের মাধ্যমে জন্ম নেওয়া তিনটি সন্তানের মধ্যে একটির ওজন ১ দশমিক ৬ কেজি, অন্যটির ১ দশমিক ৫ কেজি এবং শেষটির ১ দশমিক ২ কেজি। মা এবং তিন সন্তান বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।
তিন সন্তানের বাবা গুরুদাস সরকার বলেন, ‘বিয়ের দীর্ঘ ১৮ বছর পর সন্তানের পিতা হলাম। সন্তানের জন্য আমরা অনেক চেষ্টা করেছি। চিকিৎসা নিতে ভারতও গিয়েছি। বহু ডাক্তার দেখিয়েছি, তবে ফলাফল ছিল না। এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের দুঃখ ঘুচেছে।’
সদ্যপ্রসূত মা কাকলি সরকার জানিয়েছেন, ‘একসাথে তিন পুত্র সন্তানের জন্ম হওয়ায় আমরা আনন্দিত, তবে তাদের ভরণপোষণ নিয়ে চিন্তিত। আমার স্বামী একটি সামান্য আয়ে সংসার চালান, এখন তিনটি নবজাতকের খরচ কিভাবে যোগাবো তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে।’
এ দম্পতি ২০০৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ১৮ বছর পর তাদের ঘর আলো করে তিনটি সন্তান এসেছে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: