গিরগিটি ১০০ বছর বাঁচে!
 প্রকাশিত: 
 ১৮ জানুয়ারী ২০২১ ১১:০৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫২
 
                                গিরগিটির শরীরের গঠন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করার জন্য উপযুক্ত। কিছুটা সবুজ, কিছুটা ধূসর গায়ের রঙের এ সরীসৃপের পাগুলো ভীষণ শক্ত। হাতের থাবা রেজরের মতো ধারালো হয়ে থাকে।
পিঠে সুচালো স্পাইকের সঙ্গে মোটা একটা লেজও থাকে। এরা গায়ের রং বদল করে।
পুরুষ গিরগিটিদের ত্রিকোনাকার ঝুঁটির মতো একটা অঙ্গ আছে। যা দিয়ে অন্য লিঙ্গের গিরগিটিকে আকর্ষণ করে।
সাধারণত গ্রীষ্মকালের মাঝামাঝি সময়ে বংশ বিস্তার করে। মাইনাস ৫ ডিগ্রিতেও টিকে থাকতে পারে। বাঁচে ১০০ বছর।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: