শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


১৬টি ভারী বল একসঙ্গে ধরে বিশ্বরেকর্ড চ্যাডের


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ০৩:১৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:০৪

ছবি : সংগৃহীত

বিশ্বরেকর্ডসে নিজের নাম তুলতে কত কিছুই না করেন মানুষ। ২০২১ সালের ১২ জুলাই চ্যাড নামের এক মার্কিন ব্যক্তি একসঙ্গে ১৬টি বল ধরে থাকার রেকর্ড করেছিলেন। সেই বলগুলোর মোট ওজন ছিল ৪৩.২ কেজি।

চ্যাড নামের ওই ব্যক্তির এই বিশ্বরেকর্ডের ভিডিও শেয়ার করেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ভিডিওর ক্যাপশনে লেখা, 'বোলিং বল ব্যালেন্স, একসঙ্গে কটা বোলিং বল ধরতে পারবেন চ্যাড?'

একসঙ্গে ১৬টা ভারী বোলিং বল নিয়ে দাঁড়িয়ে বিশ্বরেকর্ড করেন মার্কিন নাগরিক চ্যাড। তার ভিডিওতে লাখ লাখ ভিউ ও শেয়ার হয় কয়েক ঘণ্টার মধ্যেই। চ্যাডের এই অসম্ভবকে সম্ভব করার প্রচেষ্টার প্রশংসাও করেছেন অনেকে।

আপাতদৃষ্টিতে এটি সহজ মনে হলেও মোটেও তা নয়। একটি বোলিং বলের ওজন ২.৭ কিলোগ্রাম থেকে শুরু হয়। ফলে মোট ওজন কত দাঁড়াচ্ছে বুঝতেই পারছেন।

সেই সঙ্গে এভাবে গোলাকার বলগুলো ধরে রাখতেও যে প্রচুর শক্তি ও ভারসাম্য প্রয়োজন। পায়ের উপর বলগুলো হাত ফসকে পড়লে কী হবে ভাবুন তো একবার!

এবারই প্রথম নয়, এর আগে ২০১৩ সালে ফ্লোরিডার গেইনসভিলে এক মিনিটে ১২টি টেনপিন বোলিং স্ট্রাইকের রেকর্ডও করেছেন চ্যাড।

ডিএম/তাজা/২০২২

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top