একসঙ্গে চার সন্তান প্রসব!
প্রকাশিত:
২০ জুলাই ২০২২ ০৪:১৫
আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:০৪

যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্যার স্ত্রী শম্পা বেগম। বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তিনি। চার সন্তানের মধ্যে দুটি পুত্র ও দুটি কন্যা।
সোমবার (১৮ জুলাই) রাতে যশোর শহরের কুইন্স হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি সন্তানগুলো জন্ম দেন।
স্বজনরা জানান, সোমবার দুপুরে শম্পার প্রসব বেদনা শুরু হলে তাকে কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে ডা. প্রতিভা ঘরাইয়ের তত্ত্বাবধায়নে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চারটি সন্তান প্রসব করেন শম্পা। চার সন্তানের মধ্যে দুটি পুত্র ও দুটি কন্যা। অপারেশনের পর শম্পা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন। তবে একসঙ্গে চার শিশু জন্ম নেওয়ায় একটি শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় কম। তার শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই আদ-দ্বীন হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে দীর্ঘ আট বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় আনন্দের বন্যা বইছে গৃহবধূ শম্পা বেগমের পরিবারে।
শম্পা জানান, তার স্বামী কুদ্দুস মোল্যা বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। চার সন্তান জন্মগ্রহণের খবরে তিনি বেজায় খুশি। চার সন্তানের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. প্রতিভা ঘরাই বলেন, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে আদ-দ্বীন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই শিশুটি দ্রুত সুস্থতা লাভ করবে বলে আমরা আশাবাদী।
আপনার মূল্যবান মতামত দিন: