অভিনব চড়ুই পাখির মেলা
 প্রকাশিত: 
 ২৭ আগস্ট ২০২২ ১৯:২০
 আপডেট:
 ২৭ আগস্ট ২০২২ ১৯:২৪
 
                                ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় হোটেল নূরজাহানের পশ্চিম পাশে দাঁড়ানো শতবর্ষী মাঝারি আকারের একটি বড়ই গাছে সন্ধ্যা হলেই বসতি গড়ে কমপক্ষে ৪-৫ হাজার চড়ুই পাখি। যাত্রাবিরতির যাত্রীদের অন্যতম আকর্ষণ ব্যতিক্রম এই দৃশ্য।
জানা গেছে, গাছে পাতার থেকে চড়ুই পাখির সংখ্যা বেশি। ওই গাছে পাতার মতো ছড়িয়ে থাকা চড়ুই বাড়তি আনন্দ দেয় যাত্রীদের।
স্থানীয় কনফেকশনারি দোকানদার জাকির হোসেন জানান, গত ৫-৬ বছর আগে হঠাৎ করেই এক দিন বড়ই গাছে চড়ুই পাখিরা ভিড় করে। তারপর থেকে দৈনিক পাখির মেলা বসে। তবে শুধু রাতের বেলায় তারা থাকে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কোথায় যেন চলে যায়। তবে তারা কোথা থেকে আসে আর ভোর হলে কোথায় চলে যায়, তা কেউ জানে না।
গত ৫-৬ বছর এই বড়ইগাছে রাতের বেলা বসতি গড়লেও করোনার দুই বছর পাখিদের দেখা যায়নি মোটেও। এ দুই বছর পাখিগুলো কোথায় ছিল, কেউ বলতে পারবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হোটেল নূরজাহান পুনরায় চালু হওয়ার পর থেকেই আবার চড়ুই গুলো আসতে শুরু করে। ক্লান্ত যাত্রীদের মনে আনন্দের সঞ্চার করা পাখিগুলো সংরক্ষণ করলে আরও বাড়তি আনন্দ আসবে এখানকার আগন্তুকদের মনে, এমনটাই প্রত্যাশা যাত্রাবিরতিতে নামা যাত্রীদের।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, হোটেল নূরজাহানের পাশে একটি বড়ইগাছে চড়ুইদের ঝাঁক আসার খবর তিনি পেয়েছেন। উপজেলা প্রশাসন থেকে পাখিগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে ভাবা হবে। যা যা করা দরকার সব করা হবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: