শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ড্রাম বাজিয়ে হাঁসের বিশ্বরেকর্ড


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ২২:০৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৩

 ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় বেন অ্যাফকোয়াক নামের একটি হাঁস দুই পা দিয়ে খুব সুন্দর ড্রাম বাজাচ্ছে। ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ৭৯ হাজারেরও বেশি। বিশ্বরেকর্ডের তালিকায়ও আছে বেনের নাম।

বেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটাতে তার মালিক ডেরেক জনসনের সঙ্গে থাকে। ছোট থেকেই ডেরেক বেনের দেখাশোনা করছে । ইনস্টাগ্রামে বেনের সঙ্গে সঙ্গে ডেরেকও এখন পরিচিত মুখ। তিনি পেশায় একজন মিউজিশিয়ান। দিনের বেশিরভাগ সময় তার স্টুডিওতেই কাটে।

তিনি যখন স্টুডিওতে কাজ করতেন তখন প্রায়ই বেন তার আশেপাশে ঘোরাঘুরি করত। বিশেষ করে যখন তিনি ড্রাম বাজাতেন তখন বেন যেন একটু বেশি উচ্ছ্বসিত হয়ে যেত। এরপরই তিনি বেনকে ড্রাম বাজানোর প্রশিক্ষণ দিতে থাকেন। খুব কম সময়েই বেন কাজটি খুব ভালোভাবে শিখে যায়। সেই ভিডিও ডেরেক তার ইনস্টাগ্রামে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়।

ডেরেক এর আগেও অনেক হাঁস পালন করেছেন। তবে বেন ছিল সবার চেয়ে আলাদা। ২০২০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড বেনকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেয়। যা এখনো ভাঙতে পারেনি কোনো হাঁস। দিন দিন বেনের ইনস্টাগ্রামে ফলয়ারের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে ড্রাম বাজানোর দক্ষতাও।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top