শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


দুধ দিচ্ছে পাঁঠা!


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২২ ০০:২৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৮:৪০

 ছবি : সংগৃহীত

অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন একটি পাঁঠার সন্ধান পাওয়া গেছে যে প্রতিদিন আধা লিটার করে দুধ দিচ্ছে । আর বিষয়টি জানাজানি হলে, তা দেখতে মালিকের বাড়িতে ভিড় করছে মানুষ। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামে এমন অদ্ভুত ঘটনার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের থেকে জানা যায়, পাঁঠাটির মালিক গরু ব্যবসায়ী মোনারুল ইসলাম বাড়ির পাশের একটি বাগানে গাছের সাথে সেটিকে বেঁধে রেখেছেন। আর তা দেখতে ভিড় করছে মানুষ। উপস্থিত জনতার সামনে পাঁঠার মালিক বাট থেকে প্রায় আধা লিটার দুধ দোহন করেও দেখান।

স্থানীয়রা আরও জানান, তারা প্রথমে বিষয়টি বিশ্বাস করতে চাননি। পরে নিজ চোখে দেখার পর বিশ্বাস করতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে গরু ব্যবসায়ী মোনারুল ইসলাম জানান, ব্যবসার কাজে একবার চট্টগ্রামের পাহাড়তলীতে গিয়েছিলেন। সেখানে পথের ধারে এক বৃদ্ধার কাছ থেকে পাঁঠাটিকে ৩৫ হাজার টাকা দিয়ে কিনে বাড়িতে নিয়ে আসেন।

গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদার রহমান জানান, পাঁঠা দুধ দেয় বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্য। ছাগলটির একটি নয়, লম্বা আকৃতির দুটি ওলান আছে। পেছনে আলাদা দুটি টেস্টিস আছে। মলদ্বার আছে কিন্তু দেহের বাহিরে আলাদা অন্য কোনো যৌনাঙ্গ নেই । ছাগলটি দৈনিক আধা লিটারের মত দুধ দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top