একই নম্বরে লটারি কেটে ২৫ বছর পর বাজিমাত
 প্রকাশিত: 
 ১২ অক্টোবর ২০২০ ১২:১০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫৬
 
                                আয়ারল্যান্ডের এক ব্যক্তি বছরের পর বছর একই নম্বরের লটারির টিকিট কেটে যাচ্ছিলেন।
তার ধারণা ছিল, কোটি টাকার জ্যাকপট একদিন তার হাতে ধরা পড়বেই, অবশেষে হলেও তাই। খবর আইরিশ মিররের।
টানা ২৫ বছর পর তার ভাগ্যের চাকা ঘুরল। মিলল ৪৭ কোটি টাকার জ্যাকপট।
আয়ারল্যান্ডের কিলকেনির ওই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল– একদিন না একদিন এই নম্বরে বড় কোনো পুরস্কার মিলবেই মিলবে।
এই লটারি অভিযানে তিনি পরিবারের সবাইকে শামিল করে নেন। পরিবারের সবাই পালা করে ওই একই নম্বরের লটারির টিকিট কেটে চলেন বছরের পর বছর। আর সেটি চলে ২৫ বছর ধরে। এবার সেই সবুরের মেওয়া ফলল।
ওই পরিবার সম্প্রতি সেই প্রিয় নম্বরে ভরসা রেখেই জ্যাকপট জিতেছেন, যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা।
পরিবারের প্রধান জানিয়েছেন, এতদিন তারা বেশ আর্থিক সমস্যায় ছিলেন। লটারিতে কোটি কোটি টাকা পেলেও এখন কোনো বিলাসিতা নয়, ঋণ শোধ করতে হবে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: