শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


টয়লেটের সাপ তাড়াতে পুলিশে তলব


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২২ ০০:৩০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:৫৫

 ছবি : সংগৃহীত

মানুষের সহজাত ভীতি রয়েছে সাপ নিয়ে। তাই নিজেদের বাড়ির টয়লেটে সাপের মতো অযাচিত অতিথি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন বাড়ির সবাই। তবে সাপ তাড়াতে ওঝা নয়, রীতমতো পুলিশ ডেকেছেন তারা।

যুক্তরাষ্ট্রের আলাবামার ইউফৌলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে।

সাপটি উদ্ধারের পর, পুলিশ বিভাগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে টয়লেটের ভিতরে সাপের ছবিসহ একটি মজার পোস্ট করেছে। পুলিশ বিভাগ জানিয়েছে, টয়লেটে সাপ পাওয়ার মতো ঘটনা সরাচর ঘটে না।

ওই পোস্টে পুলিশ বিভাগ জানায়, তারা আগে থেকে মোটেও অনুমান করতে পারেননি যে কি জন্য তাদের তলব করা হবে। আজও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু টয়লেটে সাপ পাওয়ার জন্য তলব করার বিষয়টি ছিল একেবারেই তাদের সম্ভব্য তালিকার বাইরে।

ওই অযাচিত অতিথিকে টয়লেট থেকে সরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সাপটি অবশ্য বিষাক্ত ছিল না বলে জানিয়েছে পুলিশ বিভাগ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top