৫ হাজার টাকা এক ইলিশের দাম
 প্রকাশিত: 
 ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:০৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:০২
 
                                কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বশির নামে এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ। ইলিশটি ৫ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশটি বিক্রির জন্য আনা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা। মাছটি ঢাকায় বিক্রির জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুজিবুর রহমান।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, মাছটি এ বছরের সব চেয়ে বড় ইলিশ। ভালো দাম পেয়েছে ওই জেলে।

 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: