যেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া
প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫ ১৪:৩২
আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১৪:২০

চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৩১ (মঙ্গলবার) মার্চ বা ১ এপ্রিল (বুধবার) বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। চলতি মাসে যেভাবে তাপমাত্রা বাড়ছে, তা সেই সময়েও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার (২৪ মার্চ) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গতকাল বুধবার দেশের অন্তত সাত জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা আরও দুই দিন থাকতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
এ বিষয়ে আবুল কালাম মল্লিক জানিয়েছেন, ৩১ মার্চ বা ১ এপ্রিলের তাপমাত্রা এখনকার চেয়ে একটু বেশি থাকতে পারে। তার মানে এই নয় যে ওই সময় তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে।
এদিকে শনিবারের পর থেকে তাপমাত্রা একটু কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, “গতকাল থেকে যেভাবে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আগামী পরশু শনিবার কমে যেতে পারে। ঈদের দিনে তাই একেবারে অসহনীয় গরম হওয়ার সম্ভাবনা কম।”
কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে গণ্য করা হয়। তবে এই তাপমাত্রা অন্তত দুই দিন একনাগাড়ে থাকতে হয়, তাহলেই তাপপ্রবাহ বলা হয়।
ঈদের দিন (৩১ মার্চ অথবা ১ এপ্রিল) দেশের দক্ষিণ-পূর্বের চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। সেন্টমার্টিন ও কক্সবাজারের কিছু স্থানে এই বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ খুব সামান্য হবে বলে মন্তব্য করেন আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, “বৃষ্টির সম্ভাবনা খুব কম। এখন সামান্য বৃষ্টি দেখাচ্ছে। তবে সব মিলিয়ে দেশের আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রাও খুব অসহনীয় হয়ে উঠবে বলে মনে হয় না।”
আপনার মূল্যবান মতামত দিন: