মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৮ই ভাদ্র ১৪৩২

ভাদ্র মাসে কেন এত গরম?


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫ ১১:০০

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২৫ ২৩:১৭

ছবি সংগৃহীত

আজ ভাদ্র মাসের ১৮ তারিখ। ঋতুচক্র অনুযায়ী এখন শরৎকাল। কিন্তু তাপমাত্রার উর্ধ্বমুখীতা মনে করিয়ে দেয় গ্রীষ্মের কথা। ভাদ্রের এই তালপাকা গরমে দেশবাসী বেজায় অস্বস্তিতে আছে। দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় কম। মেঘ-বৃষ্টির এই খেলা চললেও কমছে না গরম। বরং গত দুই একদিন গরমের তীব্রতা আরও বেড়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অবস্থানে রয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালসহ বড় শহরগুলোতে দিনের তাপমাত্রা ২৫–৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে। রাতের তাপমাত্রাও কমছে না খুব একটা।

আবহাওয়াবিদরা বলছেন, ভাদ্র মাসে এমন গরম থাকা স্বাভাবিক। শরৎকালের শুরু হলেও, গ্রীষ্মের শেষ দফার উষ্ণ বাতাস এবং আর্দ্রতার কারণে মানুষ এখনও গরম ও অস্বস্তিতে ভোগছেন। দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, তবে তা এতটা প্রচণ্ড তাপ কমাতে সক্ষম হয়নি। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় মানুষ ‘হিউমিড হিট’ বা আর্দ্রতাসহ গরমের অনুভূতি আরও তীব্রভাবে অনুভব করছেন।

বিশেষ করে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মেঘলা আকাশ এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে রোদ-বৃষ্টির অসমতার কারণে তাপমাত্রা এখনও স্বাভাবিক শরৎকালের তুলনায় বেশি রয়েছে। এমন পরিস্থিতিতে মানুষ দিনে বাইরের কাজে গেলে ক্লান্তি ও ঘামজনিত সমস্যা অনুভব করছেন।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনও তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। দিনের সময় সূর্যের তীব্র আলো এবং আর্দ্রতার সমন্বয়ে মানুষ প্রচণ্ড গরমে কষ্ট পাবেন। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর হালকা হাওয়ায় কিছুটা স্বস্তি পাওয়া গেলেও দিনের উষ্ণতা এখনও বেশি থাকবে।

স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গরমে নিজেকে রক্ষা করতে পর্যাপ্ত পানি পান করা, হালকা ও শ্বাসপ্রশ্বাস সহজ এমন পোশাক পরা, সরাসরি রোদে দীর্ঘ সময় থাকা এড়িয়ে চলা এবং বাইরে থাকাকালীন অতিরিক্ত ঘামজনিত অসুবিধা এড়ানোর জন্য প্রয়োজনীয় সতর্কতা নেওয়া।

ভাদ্র মাসের এই সময়ে শরৎকাল শুরু হলেও গ্রীষ্মের শেষ প্রভাব এখনও বাতাসে বিরাজ করছে। আর্দ্রতা ও তাপমাত্রার সমন্বয়ে মানুষ বেশ কিছুদিন আরও গরম অনুভব করতে পারে।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে যখন বায়ুর লঘুচাপ/নিম্নচাপ সৃষ্টি হয় সেই সময় বাংলাদেশের স্থলভাগের ওপরে বায়ুর উচ্চচাপ অবস্থার সৃষ্টি হয়। যে কারণে বাংলাদেশের স্থলভাগের আকাশে মেঘ মুক্ত অবস্থার সৃষ্টি হয় ও সূর্যের সকল তাপ ভূমিতে পৌছায় ও প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের শহরগুলোতে আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫:৩৯ টায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬:১৬ টায়। বাতাসে আর্দ্রতার মাত্রা অনেক বেশি – সকালে ৯৫% এবং সন্ধ্যায় ৭৭% – যা গরমকে আরও ক্লান্তিকর করে তুলেছে। বাতাসের গতি ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বাতাসে চাপ ১০০১.৭ হেক্টোপ্যাস্কাল।

আজ দেশের প্রায় প্রতিটা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top