শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


যাত্রীবাহী লঞ্চ চালু করার দাবি


প্রকাশিত:
২২ মে ২০২১ ১৮:৩৭

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১২:০৬

ফাইল ছবি

দেশের কোথাও কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাই আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলে অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা।

শনিবার (২২ মে) রাজধানীর সদরঘাটে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

এ সময় মালিকরা কয়েকটি মূল বক্তব্য তুলে ধরে বলেন,

১. আগামী ২৪ মে হতে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হোক।

২. শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেয়ার জন্য সংস্থার পক্ষ হতে গত ৫ মে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান বরাবর প্রণোদনার জন্য যে আবেদন করা হয়েছে তা অনতিবিলম্বে মালিকদের মাঝে বন্টন করা হোক।

৩. এনবিআর কর্তৃক ধারণ ক্ষমতার উপর অগ্রিম প্রদত্ত ৬ মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করতে হবে।

৪. বিআইডব্লিউটিএ এর ৬ মাসের কঞ্চারভেঙ্গি ও বার্দিং চার্জ মওকুফ করতে হবে।

৫. নৌ পরিবহন অধিদপ্তর এর ৬ মাসের সার্ভে ফি মওকুফ করতে হবে।

৬. ব্যাংক লোনের ৬ মাসের সুদ মওকুফ করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top