রাজশাহী স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষ, বগি লাইনচ্যুত
প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫ ১৭:০০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:২১

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল। আর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেসকে আড়াআড়িভাবে ধাক্কা দিয়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম মামুনুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: