শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২


কর্তৃপক্ষের আশ্বাসে মেট্রোরেল কর্মীদের কর্মবিরতি প্রত্যাহার


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫ ১১:৪০

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১২:০০

ছবি সংগৃহীত

মেট্রোরেল কর্মীদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকার কথা ছিল। তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে সকাল থেকে ট্রেন চললেও স্টেশনগুলোতে দায়িত্ব পালন করেননি মেট্রোরেলের কর্মীরা। যার কারণে কর্তৃপক্ষ সকাল থেকে যাত্রীদের বিনা টিকিটে মেট্রো ট্রেন ভ্রমণের সুযোগ করে দেয়।

অবশেষে কর্তৃপক্ষের আশ্বাসে বিরতি থেকে সরে এসেছেন মেট্রোরেলের কর্মীরা। এখন তারা প্রতিটি স্টেশনে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে মেট্রোরেলের একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

মেট্রোরেল কর্মীরা জানান, রাতে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা সকাল থেকে ট্রেন চালাব না। কিন্তু কর্তৃপক্ষ রাতভর আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এ ছাড়া রোজার সময় যাত্রীদের আমরা কষ্ট দিতে চাই না। তাই সকাল থেকে আমরা ট্রেন চালিয়েছি।

তারা বলেন, গতকাল (রোববার) ঘটনা ঘটেছে স্টেশনে যারা দায়িত্ব পালন করেন তাদের সঙ্গে। এ ঘটনা ইচ্ছাকৃতভাবে এমআরটি পুলিশ সদস্যরা করেছেন। ফলে ওই সহকর্মীদের মন খারাপ হয়েছে। তাই তারা কিছু সময় দায়িত্ব পালন করেননি। এ সময়টাতে যাত্রীরা ফ্রিতে মেট্রোরেল ভ্রমণ করতে পেরেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, সহকর্মী লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি পালন করে মেট্রোরেলের কিছু কর্মীরা। এতে সিঙ্গেল যাত্রার টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল। আর যাত্রীদের সেবা না দেওয়ায় যারা সিঙ্গেল যাত্রার টিকিট কাটতে পারেনি, তাদের ফ্রিতে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এখন কোনো কর্মবিরতি নেই। পাসধারী যারা আছেন তাদের জরিমানার বিষয়টি স্টেশনে গেলেই সমাধান হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top