বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় ২ কোটি ৭৮ লাখ টাকা


প্রকাশিত:
২ আগস্ট ২০২১ ২২:৫৮

আপডেট:
২ আগস্ট ২০২১ ২৩:৫৫

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড় টোলপ্লাজা দিয়ে ৩৭ হাজার ৯৪০টি যানবাহন পার হয়েছে। এই সময়ে সেতুর দুই পাশ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।

সোমবার (০২ আগষ্ট) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার সকাল ৬টা হতে সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি পরিবহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা। সেতুর পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০টাকা।

করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় শ্রমিকরা কর্মস্থলে ফেরা শুরু করেন। শ্রমিকদের ভোগান্তি কমাতে গতকাল রোববার লঞ্চ ও সকল গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হয়। ফলে গতকাল থেকে অসংখ্য গণপরিবহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top