রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


দৌলতদিয়ায় আড়াই কিলোমিটারজুড়ে যানজট


প্রকাশিত:
১৯ মে ২০২২ ০২:৩৮

আপডেট:
৫ মে ২০২৪ ০৯:৪১

ছবি- সংগৃহীত

ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আড়াই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মে) দুপুরে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত যানজট দেখা যায়।

যাত্রীবাহী বাসগুলো দুই-তিন ঘণ্টা অপেক্ষার পর ফেরির নাগাল পেলেও ট্রাকগুলো অপেক্ষা করছে ছয় থেকে সাত ঘণ্টা ধরে। তীব্র গরমে বাসের যাত্রী ও ট্রাকচালকরা পড়েছেন চরম দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, যানবাহনের চাপ বাড়ায় দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে এই রুটে ১৯টি ফেরি চলাচল করছে। বিকেলের মধ্যে ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top