মঙ্গলবার, ১৪ই অক্টোবর ২০২৫, ২৮শে আশ্বিন ১৪৩২


মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৫ ১৫:০৮

আপডেট:
১৪ অক্টোবর ২০২৫ ০০:২১

ফাইল ছবি

মুন্সীগঞ্জে হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালতের অতিরিক্ত দায়রা জজ খালেদা ইয়াসমিন ঊর্মি আজ রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নূর মোহাম্মদ খান ওরফে নুরু ও মো. আইয়ুব খান। তারা সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল গ্রামের বাসিন্দা।

আদালত আসামি নূর মোহাম্মদ খান ওরফে নুরুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া, মো. আইয়ুব খানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে হাজির থাকলে তাদের সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

আদেশের পরে নিহতের ছেলে শাওন খান অভিযোগ করেন, আসামিদের পুলিশ হেফাজতে কারাগারে নেওয়ার পথে আদালতের বারেন্দায় আসামি নুরু ও তার বোন বাপ্পি মিলে তাকে মারধর করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেড়ে আসামিরা ২০১৭ সালের ৪ জুন মামলার ভিকটিম নিহত আ. ছামাদ তার বাড়ি হতে পাশের ইমামগঞ্জ বাজারে যাওয়ার পথে নিহতের বাড়ির উত্তর পাশে রাস্তায় পৌঁছালে ধারালো ছোড়া দিয়া কোপাইয়া এই মামলার ভিকটিম বৃদ্ধ আ. ছামাদকে হত্যা করে। নিহত আ. ছামাদ সিরাজদিখান উপজেলার রাঙামালিয়া গ্রামের মৃত হাছেন উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে সিরাজদিখান থানায় তিনজনকে এজাহারনামীয় ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করলে ১৩ জন সাক্ষ্যের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আদালত আজ মামলার দুই আসামিকে যাবজ্জীবন শ্রশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এই মামলার বাদী আরিফ হোসেন বলেন, আমার বাবাকে কুপিয়ে খুন করছে ওরা। আজ আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আদেশ দেওয়ার পরে ওরা আমার ভাই শাওনকে আদালতে মারধর করেছে। আমি ওদের ফাসিঁ চাই।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নাসিম আখতার বলেন, আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রমানের ভিত্তিতে মামলার দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। রাষ্ট্রপক্ষ আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top