শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫, ৩রা কার্তিক ১৪৩২


কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫ ১৭:২১

আপডেট:
১৮ অক্টোবর ২০২৫ ২১:৩৯

ছবি : সংগৃহীত

বিভাগের দাবিতে ফের উত্তাল কুমিল্লা নগরী। কুমিল্লা বিভাগের দাবিতে রাজপথে নেমে এসেছে কয়েকশ মানুষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে নগরীর কান্দির পাড় পূবালী চত্বরে জড়ো হন অনেকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এ সমাবেশ চলমান রয়েছে।

'দফা-দাবি একটাই, কুমিল্লা নামেই বিভাগ চাই' এই স্লোগানকে ধারণ করে সমাবেশের ডাক দেওয়া হয়। সমাবেশে সাংবাদিক আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার প্রাচীন সভ্যতা এবং ঐতিহাসিক সকল নিদর্শনের সদর দপ্তর। এখানে মাটি খুঁড়লেই হাজার হাজার বছরের ইতিহাস ভেসে ওঠে। সমতট অঞ্চলের রাজধানী এই কুমিল্লায় সবকিছুতেই প্রসিদ্ধ। একটি বিভাগের সকল দপ্তর এখানে রয়েছে। ৬টি জেলার আঞ্চলিক দপ্তরগুলো সব কুমিল্লায়। কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করা আমাদের সঙ্গে প্রতারণা। কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। দ্রুত কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই ঘোষণা দিতে হবে।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) পূবালী চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে জেলার ১৭টি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একই দাবিতে অংশ নিয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top