রবিবার, ৯ই নভেম্বর ২০২৫, ২৫শে কার্তিক ১৪৩২


ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫ ১৪:৫৫

আপডেট:
৯ নভেম্বর ২০২৫ ১৬:০৮

ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘটনা ঘটে। এ সময় তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে উপস্থিত সবার অনুমতি নিয়ে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন তিনি

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মহাসচিবের কণ্ঠ আটকে যায়, তিনি কাঁপতে থাকেন। এসময় তিনি পাশে থাকা নেতাকর্মীদের তাকে ধরতে বলেন। তিনি জানান, একটু মাথা ঘুরছে। এর কিছুক্ষণ পরই নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, কিছু হয়নি, আমি ভালো আছি। এরপর চেয়ারে বসে বক্তব্য শেষ করেন।

স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই ওনার সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র। তিনি দলের জন্য নিজের শারীরিক অবস্থা ভুলে যান। তার এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো তিনি বক্তব্য শেষ করারা আগে একটু বিশ্রাম নেবেন। কিন্তু তিনি হাত তুলে বললেন ‘আমি ভালো আছি’। এই দৃশ্য দেখে আমরা আবেগী হয়ে পড়েছিলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top