মঙ্গলবার, ২৫শে নভেম্বর ২০২৫, ১১ই অগ্রহায়ণ ১৪৩২


বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫ ১৩:৪৭

আপডেট:
২৫ নভেম্বর ২০২৫ ১৮:২৫

ছবি : সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩শ জনের খাবার আয়োজন ছিল। খাবার খাওয়ার পর ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাত্রাতিরিক্ত পেট ব্যাথা ও বমি শুরু হয়। অনেককেই দল বেধে ছুটতে হয় টয়লেটে। এক পর্যায়ে একে একে অসুস্থ হতে থাকলে পরের দিন সোমবার (২৪ নভেম্বর) সকালে তাদের নেওয়া হয় পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে ভর্তির পর মোজাফফর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। তবে এরপরই রাজশাহীতে নেওয়ার পথে মোজাফফরের মৃত্যু হয়।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, পোলাও খাওয়ার পর অসুস্থ হয়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে ১৭ জন এখনো ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন রাজশাহী যাওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে এটি খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top