বস্তার ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫ ২০:০৩
আপডেট:
২৫ নভেম্বর ২০২৫ ২০:১৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় বস্তার ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এগ্রিটেক (লিঃ) কারখানার সামনে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, জামালপুর চৌরাস্তা এলাকায় এগ্রিটেক (লিঃ) কারখানায় বস্তার ব্যবসাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কালিয়াকৈর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন ও ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুলের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার দুপুরে বস্তা কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এক পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে কারখানার সামনে মহড়া দেয়। পরে অপর পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিনকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বলেন, কালিয়াকৈর একটি শিল্প এলাকা। এখানে বহু কারখানায় নেতার নাম ভাঙিয়ে ঝুটের ব্যবসা করে। আর এসব ব্যবসা নিয়েই হট্টগোল চলে। আজকে যারা ঝামেলা করেছে তারা যে পক্ষের হোক এটা আমাদের পুরো দলের জন্যেই লজ্জাজনক। আমরা সাধারণ মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি নিজেরাই নষ্ট করছি। আমি প্রশাসনের সাথে কথা বলেছি। যারা এসব ঝামেলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যেও আবেদন করেছি।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. জুবায়ের বলেন, দুপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। তবে কোনো বড় ধরনের সমস্যা হয়নি। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: