বৃহঃস্পতিবার, ১১ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২


উপদেষ্টা আসিফকে জড়িয়ে বক্তব্য দেওয়া সেই নির্বাহী প্রকৌশলীকে বদলি


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯

আপডেট:
১১ ডিসেম্বর ২০২৫ ০০:৫০

ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জোর করেই কুমিল্লার দায়িত্ব দিয়েছেন বলে বক্তব্য দেওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল কবির ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

আদেশের চিঠিতে আবদুল মতিনকে চট্টগ্রামে বদলি করে তার স্থলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর দপ্তর ঢাকার রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট উপ প্রকল্প পরিচালক (আরইউটিডিপি) (প্রেষণে) মো. মফিজ উদ্দিনকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এছাড়াও সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীকে নির্বাহী প্রকৌশল অধিদপ্তর সদর দপ্তর ঢাকার নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে।

বদলির আদেশে আগামী ১৪ ডিসেম্বর এসব কর্মকর্তাকে বর্ণিত কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। অন্যথায় তারা অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলে বলা হয়।

এ বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বেশ কয়েকবার ফোন করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিনের একটি বক্তব্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে তিনি বলেন- উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া অনেকটা জোর করেই আমাকে কুমিল্লার দায়িত্ব দিয়েছেন। এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের কয়েকটি গণমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top