মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬, ১৩ই মাঘ ১৪৩২


দীর্ঘ অপেক্ষা শেষে ২৯ জানুয়ারি পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬ ১২:০৩

আপডেট:
২৭ জানুয়ারী ২০২৬ ০৩:০০

ফাইল ছবি

প্রায় দুই দশকের অপেক্ষা শেষে নিজ পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে তার নির্বাচনী জনসভা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ফলে এ জনসভাকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভার নির্ধারিত স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মাঠের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ সাংবাদিকদের বলেন, বগুড়ার মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। জনসভাকে সফল করতে সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি এটি জনসমুদ্রে পরিণত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। সেখান থেকে সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা করতে করতে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে।

লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটি তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে অনুষ্ঠিত বড় জনসভাগুলোতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

তার আগমনকে কেন্দ্র করে গাবতলী ও বগুড়া সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে নির্মাণ করা হচ্ছে তোরণ, লাগানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। জনসভা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top