বুয়েটে অধ্যাপক জামিলুর রেজার নামে ভবনের নামকরণ
প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ০২:১৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৩৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করে ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণ করা হয়েছে।
বুয়েট পুরকৌশল ভবনের নাম অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নামে নামকরণ করার জন্য বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত ২৯ জানুয়ারি উপাচার্য বরাবর একটি আবেদন করা হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ পুরকৌশল অনুষদের ৫৮তম সভায় সর্বসম্মতিক্রমে পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণের প্রস্তাব গৃহীত হয়।
গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বুয়েট সিন্ডিকেটের ৫২৩তম অধিবেশনে পুরকৌশল ভবনের নাম ‘ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন’ নামকরণের উক্ত প্রস্তাব অনুমোদিত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: