আইএসইউ–আইএনটিআই সহযোগিতা জোরদার
উচ্চশিক্ষা প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত
প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৫ ১০:৫৪
আপডেট:
১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:০০
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং মালয়েশিয়ার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার এমওইউ-এর ধারাবাহিকতায় একাডেমিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষায় প্রস্তুতি বিষয়ক ওয়েবিনার। সম্প্রতি আয়োজিত এই ভার্চুয়াল সেশনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
‘উচ্চশিক্ষার প্রস্তুতি : ভবিষ্যতের চ্যালেঞ্জ ও প্রস্তুতি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইআরসিসি পরিচালক ড. খান সারফারাজ আলী।
তিনি উচ্চশিক্ষায় আবেদনের প্রস্তুতি, আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ, গবেষণা দক্ষতা বৃদ্ধি, একাডেমিক ক্যারিয়ার গঠন এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আইএসইউ–এর সিএসই বিভাগের প্রধান ড. মো. হাকিকুর রহমানের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
ড. রহমান বলেন, আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এই একাডেমিক অংশীদারিত্ব আইএসইউ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করবে এবং যৌথ গবেষণা কার্যক্রমকে গতিশীল করবে।
দুই প্রতিষ্ঠানের এমওইউ অনুযায়ী স্বল্পমেয়াদি ওরিয়েন্টেশন প্রোগ্রাম, পূর্ণ সেমিস্টার এক্সচেঞ্জ, গবেষণা ফেলোশিপ, যৌথ গবেষণা ও প্রকাশনা, ফ্যাকাল্টি ও শিক্ষার্থী বিনিময়সহ শিক্ষাবিনিময় কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: