রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


ন্যায্য দাবি নিয়ে এসো, পূরণ করা হবে : শিক্ষা উপদেষ্টা


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৪ ১৬:১১

আপডেট:
২৫ নভেম্বর ২০২৪ ১৬:১৩

ফাইল ছবি

সড়ক অবরোধ না করে শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে নিজের কাছে আসার আহ্বান করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, তোমাদের ন্যায্য দাবি নিয়ে আমার কাছে এসো সেগুলো পূরণ করা হবে।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় ৫ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকা শহরে প্রতিনিয়ত শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ, এর সমাধান কোথায়? এই প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেকবার বলা হয়েছে, শ্রমিক ও শিক্ষার্থীরা আন্দোলন করছেন। শুধু শিক্ষার্থীরা না বহু সংগঠন ঢাকা শহরে আন্দোলন করছে। তারা সড়ক আটকে রাখছে। এগুলোর সমাধান কি করে হবে আমি তো একা সমাধান করতে পারছি না।

তিনি বলেন, অনেক দাবি ইতোমধ্যে থেমে গেছে কারণ আমরা বলেছি এগুলো ন্যায্য দাবি আমরা সমাধান করব। কিছু কিছু দাবি আছে যেগুলো ন্যায্য না এগুলো আমরা মানব না। ন্যায্য দাবি না হয়েও রেললাইন অবরোধ করা হচ্ছে, যাত্রীদের আক্রমণ করা হচ্ছে এগুলো করলে জনগণই তাদের বিরুদ্ধে যাবে সেদিক থেকে আমরা সুবিধায় আছি। যারা অন্যায্য দাবি নিয়ে মানুষকে কষ্ট দেয় তাদের প্রতিরোধ করবে এমন বলাবলি করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top