বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান সাকীর


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৬:৫৪

ছবি সংগৃহীত

আসন্ন বাজেটে শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে দেশের সব শিক্ষাখাতের সমস্যা সমাধান করতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

সাকি বলেন, যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এজন্য বলবো এই অভ্যুত্থানের সরকারকে বলবো, শিক্ষকদের যে সমস্যা তা দূর করার উদ্যোগ দ্রুত নিতে হবে। শিক্ষকরা থাকবে ক্লাসে। তারা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তাছাড়া আমাদের দেশের সব শিশু যেন বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করতে পারে এই দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি বলেন, আমি চাইবো এসব শিক্ষকদের সঙ্গে যেন সরকারের উপদেaষ্টারা কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেন। আমরা দেখেছি গত চার বছরে নতুন করে কোনো এমপিওভুক্তি হচ্ছে না। এমপিওভুক্তির জন্য বরাদ্দ আসছে কিন্তু এই বরাদ্দ ব্যবহার করা হচ্ছে না। শিক্ষা খাতসহ সব খাতে লুটপাট এখনও বন্ধ হয়নি।

শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে সরকারকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে সাকি বলেন, দিনের পর দিন এবং বছরের পর বছর শিক্ষকরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকদের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকরা যদি নিজেরাই চলতে না পারেন তাহলে কীভাবে শিক্ষা নিশ্চিত হবে। সেজন্য এসব জায়গায় দায়িত্বশীলদের আরো গুরুত্ব দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top