বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্রান্সক্রিপ্ট’ বিতরণ শুরু ৪ মার্চ


প্রকাশিত:
৩ মার্চ ২০২৫ ১৪:২৪

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:০০

ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের চতুর্থ বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু হবে ৪ মার্চ থেকে, চলবে ২৫ মার্চ পর্যন্ত।

সোমবার (৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫টি আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে এ ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হবে। আঞ্চলিক ৫টি কেন্দ্র হল, ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ১৭ নভেম্বর। পাসের হার ছিল ৭০ শতাংশ। পরীক্ষায় ৩১টি বিষয়ে মোট ৮৪৬টি কলেজের ২ লাখ ৬৫ হাজার ৩৯৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top