শুক্রবার, ১১ই জুলাই ২০২৫, ২৬শে আষাঢ় ১৪৩২


পাসের হারে দেশসেরা রাজশাহী, তলানিতে বরিশাল


প্রকাশিত:
১০ জুলাই ২০২৫ ১৬:০৩

আপডেট:
১১ জুলাই ২০২৫ ০৩:১৭

ছবি সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের শিক্ষাবোর্ডগুলো প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী বোর্ড পাসের হারে এগিয়ে। এ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর ৭৩ দশমিক ৬৯ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে যশোর বোর্ড। তৃতীয় স্থানে থাকা কারিগরি বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

দেশের অন্য শিক্ষাবোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের ৬৩ দশমিক ৬০ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের ৭২ দশমিক ০৭ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের ৬৮ দশমিক ৫৭ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের ৬৭ দশমিক ০৩ শতাংশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের ৫৮ দশমিক ২২ শতাংশ ও মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ০৯ শতাংশ। এছাড়া পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ নিয়ে সবার নিচে অবস্থান করছে বরিশাল শিক্ষা বোর্ড।

এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করেছে। এরপরে ভালো পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীদের ভালো ফলাফলের কারণে রাজশাহী শিক্ষাবোর্ড এমন গৌরব অর্জন করেছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় পাশের হারে দেশসেরা হয়েছিল রাজশাহী শিক্ষা বোর্ড। সে বছর পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ। আর আগের বছর ২০১৪ সালেও ৯৬ দশমিক ৩৪ শতাংশ পাসের হার নিয়ে শিক্ষাবোর্ড সেরা হয়। সর্বশেষ ২০১০ সালের এসএসসি পরীক্ষায় ৮৫ দশমিক ৬১ শতাংশ পাস নিয়ে দেশসেরা হয়।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top