জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা
 প্রকাশিত: 
 ১৪ জুলাই ২০২৫ ১৭:০১
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৬:২২
                                ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা ও থানাভিত্তিক সেরা ফল করা শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের আওতায় এ বছরের জুলাই মাসেই দেশের প্রতিটি উপজেলায় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) বাস্তবায়ন করছে এই কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ এর মধ্যে এসব অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করতে হবে।
জানা গেছে, পুরস্কার হিসেবে বরাদ্দ হওয়া নগদ টাকা এরইমধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। একইসঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেটও পৌঁছে গেছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়ে। এবার বাকি শুধু আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেওয়ার। আর পুরস্কার বিতরণের জন্য প্রতিটি উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে ৮২ হাজার ৩০০ টাকা, জেলা সদরে এই বরাদ্দ ১ লাখ ৮০০ টাকা এবং বিভাগীয় শহরের সদর উপজেলায় ১ লাখ ২৯ হাজার ৫৫০ টাকা।
প্রত্যেক উপজেলা বা থানায় স্থানীয়ভাবে আয়োজন করা হবে এই অনুষ্ঠান। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর থানাভিত্তিক অনুষ্ঠানের দায়িত্ব থাকবে কেন্দ্রীয় স্কিম দপ্তরের উপর। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সময় ও আয়োজন নির্ধারণ করতে বলা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি বা বিশেষ অতিথি মনোনয়নেও দেওয়া হয়েছে নির্দেশনা। যদি মন্ত্রণালয় বা অধিদপ্তরের কেউ উপস্থিত না থাকতে পারেন, তবে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো যাবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: