৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ সোমবার
 প্রকাশিত: 
 ২০ জুলাই ২০২৫ ১৩:৪৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৬:২২
                                ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফল সোমবার (২১ জুলাই) প্রকাশিত হবে।
রোববার (২০ জুলাই) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফলাফল দ্রুত প্রকাশের জন্য পিএসসি কাজ করছে। আমাদের রোডম্যাপ অনুসারে কালকের মধ্যেই ৪৮তম বিসিএসের ফলাফল প্রকাশ হবে। তবে সব কিছু প্রস্তুত হলে আরো আগেও ফলাফল প্রকাশ হতে পারে বলেও জানান তিনি।
পিএসসি সূত্রে জানা যায়, এই বিসিএস থেকে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
এর আগে গত শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিল ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
ডিএম /সীমা

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: