রবিবার, ২৭শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


ইউএপির ১১তম সমাবর্তনে ডিগ্রি পেলেন ১ হাজার ৯৭৫ গ্র্যাজুয়েট


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ১৩:৪০

আপডেট:
২৭ জুলাই ২০২৫ ০২:২৯

ছবি সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সেনানিবাস এলাকার সেনাপ্রাঙ্গণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবর্তনে ১ হাজার ৯৭৫ জন গ্র্যাজুয়েটকে সনদ প্রদান করা হয়েছে।

উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নানা পর্যায়ের অতিথিরা। সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি সভাপতির দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতির (চ্যান্সেলর) পক্ষে গ্র্যাজুয়েটদের হাতে তুলে দেন সনদপত্র।

বিশেষ চমক হিসেবে সমাবর্তনে ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, সার্টিফিকেট শুধু এক টুকরো কাগজ নয়, এটি তোমার প্রতিশ্রুতির দলিল। একটি শিক্ষিত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে তোমাদের ভূমিকা এখন শুরু হচ্ছে। পরিবার, সমাজ এবং দেশের কাছে তোমাদের দায়বদ্ধতা আজ আরও বেড়ে গেছে।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও প্রকৌশলী মোহাম্মদ এনায়েতুর রহমান।

তিনি বলেন, আজকের বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে, যেখানে প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্ব একইসঙ্গে গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় কেবল চাকরি নয়, নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।

উদ্যোক্তা ও প্রযুক্তি নেতৃত্বের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ব্যর্থতা কখনো চূড়ান্ত নয়, সফলতাও নয় শেষ গন্তব্য। প্রতিনিয়ত শেখা, নিজেকে ছাড়িয়ে যাওয়া এবং সমাজে মূল্য সংযোজন করাই প্রকৃত সাফল্য।

এ সময় তিনি শিক্ষাজীবনের অর্জনকে বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আপনাদের মাঝে থেকেই তৈরি হবে আগামী দিনের প্রযুক্তিবিদ, নেতা ও সৃষ্টিশীল চিন্তকরা, যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং উপাচার্যের উপদেষ্টা অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক সম্মান ‌‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ পেয়েছেন তিনজন মেধাবী শিক্ষার্থী। তারা হলেন —ব্যচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের গাজী শাহবাজ মোহাম্মদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদীতা সরকার দিবা ও রিপা রাণী বিশ্বাস। এছাড়াও 'ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল' পেয়েছেন আরও ১৫ জন শিক্ষার্থী।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top