বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


একাদশে ভর্তিতে একাধিকবার এসএসসি দেওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৬:৪৯

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ১৮:৩৮

ছবি সংগৃহীত

একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে ভিন্ন ভিন্ন বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ‘রেজাল্ট নট ফাউন্ড’ সমস্যায় পড়ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের শিক্ষার্থীরা যে কোনো একটি পরীক্ষার ফলাফল ব্যবহার করে আবেদন করতে পারবেন। পাশাপাশি, পছন্দের ফলাফল সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য নির্ধারিত লিঙ্কে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

ভর্তি আবেদনের কেন্দ্রীয় ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী একাধিকবার, অর্থাৎ ভিন্ন ভিন্ন বছরে, এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের অনেকেই অনলাইনে সাইন-আপ করার সময় ‘এসএসসি রেজাল্ট নট ফাউন্ড’ SSC বার্তা পাচ্ছেন। ভর্তি প্রক্রিয়ায় এমন সমস্যার সম্মুখীন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নিজের যেকোনো একটি পরীক্ষার ফলাফল ব্যবহার করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, প্রযুক্তিগত কারণে সিস্টেমে সব বছরের ফলাফল স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত না হওয়ায়, আবেদনকারীরা চাইলে পছন্দের ফলাফল অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই লিঙ্কে আবেদন করার নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত দেওয়া আছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নকল বা ভুয়া তথ্য দিয়ে আবেদন করলে বিষয়টি চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই শিক্ষার্থীদের সত্য ও সঠিক তথ্য দিয়ে ভর্তির আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

এরপর গত ১০ জুলাই শিক্ষার্থীদের চাপ ও সুবিধার কথা বিবেচনা করে আবেদনের শেষ সময় ১১ আগস্ট থেকে বাড়িয়ে আগামী ১৫ আগস্ট (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top