রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন দিল একনেক


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৫:৪০

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৭:৩০

ছবি সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের প্রকল্পসহ মোট ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই প্রকল্পগুলোর অনুমোদন দেন।

সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনের খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনশন ভেঙে শিক্ষার্থীরা বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া নিজ হাতে অনশনরত শিক্ষার্থীদের পানি পান করান।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, আগামীকাল (সোমবার) থেকে ক্লাসে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা গত ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন। বিশ্ববিদ্যালয় দিবস বয়কট, মানববন্ধন, অবস্থান কর্মসূচির পর শনিবার (১৬ আগস্ট) থেকে শিক্ষার্থীরা আমরণ গণঅনশন শুরু করলে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের সমর্থনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও প্রতীকী অনশনে অংশ নেন।

আন্দোলনে সংহতি জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ২২৫ একর জমিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। তবে এতদিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল আন্দোলন। অবশেষে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) একনেকে পাস হওয়ায় শিক্ষার্থীদের দাবি পূরণ হলো।

এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় এবং অন্তর্বর্তী সরকারের ১৩তম একনেক সভা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top