বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


সেই তন্বীর সম্মানে গবেষণা সম্পাদক পদ শূন্য রাখল ছাত্রদল


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ১৩:৫২

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১৫:৪০

ছবি সংগৃহীত

 বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পর জাতীয়তাবাদী ছাত্রদলও চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান জানিয়ে সংগঠনটির গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেয়নি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘তন্বীর সাহসিকতা ও ত্যাগ আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। তার প্রতি সম্মান জানাতে আমরা এই পদটি শূন্য রেখেছি।’

এসময় ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনয়ন পেয়েছেন ছাত্রদলের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর বারী হামিম।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top