দেড় বছর পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৫
আপডেট:
১২ মার্চ ২০২৫ ২১:৩৯

প্রায় দেড় বছর পর শুরু হয়েছে ক্লাসরুমে পাঠদান। চিরাচরিত রূপে ফিরেছে শিক্ষাঙ্গন। প্রিয় ক্যাম্পাসে আবার যেতে পারায় খুশি শিক্ষার্থীরা।
রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে ক্লাসে যোগ দিতে শুরু করেছেন ছাত্র-ছাত্রীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে নেয়া হয়েছে স্বাস্থ্যবিধি মানার নানা ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মানতে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের জন্য ৬৩টি নির্দেশনার ঘোষণা দিয়েছে সরকার।
এদিকে, স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর আগাম সতর্কতা, করোনা সংক্রমণ বাড়লে আবারও বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান।
একারণে দীর্ঘদিন পর স্কুল খুললেও সহপাঠীদের সঙ্গে আগের সেই হইহুল্লোড় নেই। সামনের বেঞ্চ ধরা নিয়ে নেই হুড়োহুড়িও। শিক্ষকদের নির্দেশনা মেনে ছাত্রীরা দূরত্ব বজায় রেখে তারা স্কুলে প্রবেশ করছে। স্কুলগুলোর ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে প্রবেশ করানো হচ্ছে। তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। ফটকে স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শিক্ষকদেরও অবস্থান করতে দেখা গেছে। বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার আয়োজন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: