বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২


ডাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭৮.৩৩ শতাংশ


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ০১:১৫

ছবি : সংগৃহীত

শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। জানা গেছে, এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জাননা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা। কোন হলে কত শতাংশ ভোট পড়েছে, তাও জানান তিনি।

কোন হলে কত শতাংশ ভোট পড়ল

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ৮০.২৪ শতাংশ, অমর একুশে হল- ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হল- ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হল ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৮৪.৫৬ শতাংশ। সলিমুল্লাহ মুসলিম হল- ৮৩ শতাংশ, রোকেয়া হল- ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৬৮.৩৯ শতাংশ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৬৭.০৮ শতাংশ।

স্যার এ এফ রহমান হল- ৮২.৫০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হল- ৮৩.৩৭ শতাংশ, বিজয় একাত্তর হল- ৮৫.০২ শতাংশ, সূর্যসেন হল- ৮৮ শতাংশ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৫ শতাংশ, শেখ মুজিবুর রহমান হল- ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হল- ৮৬ শতাংশ, কবি সুফিয়া কামাল হল- ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হল- ৬৩.৬৭ শতাংশ।

কবি জসীমউদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ।

সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ।

ঢাবি প্রশাসন বলছে, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

মঙ্গলবার ৮টায় শুরু হয় ডাকসুর ভোটগ্রহণ। চলে বিকেল চারটা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। ঢাবির বাইরে অপেক্ষারত হাজার হাজার শিক্ষার্থী এবং উৎসুক জনতা। ফলাফল জানার অপেক্ষায় সবাই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top