এইচএসসির ফল প্রকাশ
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৬
আপডেট:
১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০৮

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এইচএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফল হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে ফল গ্রহণ করেছেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
২০২১ খ্রিষ্টাব্দে ১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়েছে। অন্যান্য বিষয়গুলোতে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: